ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, নির্বাচনের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দলীয় প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে। আগামী সংসদ নির্বাচনে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে সংগঠন নির্বাচনে অংশ নেবে।
তিনি বলেন,ইসলামী দলগুলোর মধ্যে আকিদাগত মতভিন্নতা থাকতে পারে কিন্তু কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিরশন করা অতি সহজ তাই একে অপরকে ভুল বুঝাবুঝি ও দোষারোপ না করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবার আহবান জানান তিনি।
বুধবার দুপুরে (২০ নভেম্বর) বাগেরহাট এসিলাহা মিলনায়তন জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,একটি দেশের সার্বিক কল্যানের জন্য সুষ্ঠ রাজনৈতিক সংস্কৃতিক থাকা আবশ্যক। বিগত কয়েক দশকের দূষন,দূঃশাসন,বি-রাজনীতি করনের কারনে রাজনীতি থেকে মানুষের মন উঠে গেছে। তারপরেও জুলাই বিপ্লবের মাধ্যমে আবারো দেশে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে। তাই কোন দলের প্রতি প্রতিহিংসা পরায়ন,জেল জুলুম নির্যাতন না করে মুক্ত বুদ্ধি,সুষ্ঠু চিন্তা,দেশ প্রেম,সহনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।
বাগেরহাট জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমানের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর,শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ: রশিদ হাওলাদার,কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহীউদ্দীন ফকির,সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্যা মহুয়া সুলতানা লাভলি সহ বাগেরহাট জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।