ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || রূপসায় শহিদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের ২য় সেমিফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ও বটিয়াঘাটা তরুণ সংঘ। খেলার শুরু থেকেই উভয় দলের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের ৫ মিনিটের মাথায় খান আলমগীর কবির স্মৃতি পরিষদের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সাইফুলাহ গোল করে। শেষ অবধি খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ১-০ গোলে ২য় দল হিসাবে ফাইনালে উঠার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন কামাল, নাজমুল ইসলাম, সুমন রাজু। খেলায় ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া সংগঠক মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলায় ম্যান দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় সাইফুলাহ।
খেলায় অতিথি হিসাবে ম্যান অব দা ম্যাচ পুরস্কার বিতরণ করেন নতুন হাট বাজারের ভাই ভাই গার্মেন্টসের স্বত্বাধিকারী ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, আলতাফ হোসেন টিপু, ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, শেখ মাফতুম আহম্মেদ রাজা, সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, মনির ঢালী, বাশির আহম্মেদ লালু, সৈয়দ নিয়ামত আলী, সাজ্জাদ হোসেন, মিরাজ সরদার, মাসুদ শেখ, শাহিনুর, সাধন দে, মেহেদী হাসান, আবুল কালাম আজাদ, বিলাল শেখ, শাহাজাদা আলমগীর, মনির শেখ, ইরান শেখ প্রমুখ। আগামী ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক খান আলমগীর কবির স্মৃতি পরিষদ এবং নৈহাটী সান স্পোর্টিং ক্লাব।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।