মোঃ রাজু হাওলাদার, খুলনা || সৌন্দর্য বর্ধন চাই কিন্তু সড়ক সংকুচিত করে স্থায়ী জনদুর্ভোগ সৃষ্টি করে নয়। যানজটের স্থায়ী দুর্ভোগ এড়াতে ময়লাপোতা মোড়ের সৌন্দর্য বর্ধন প্রকল্পের নকশা পরিবর্তন করো করতে হবে এই দাবি নিয়ে খুলনার নাগরিক সমাজ ২২ নভেম্বর বেলা ১১টায় ময়লাপোতা মোড়স্ত মানববন্ধন করেন।
এসময় সাধারণ মানুষ বলেন,ময়লাপোতা মোড়ে একটি ক্রিকেট চত্বর বানিয়ে রেখে চতুর্পাশ্বে রাস্তা মাঝখানে মসজিদ মসজিদের সামনে আছে খুলনার বাগেরহাটের ঐতিহ্য ষাট গম্বুজের প্রতিকৃতি।শুধুমাত্র মসজিদ এবং ষাট গম্বুজের প্রতিকৃতি থাকলেই চলবে যেহেতু খুলনার ব্যস্ততম মোড় এখানে ক্রিকেট চত্বর না থাকলে সাধারণ মানুষের চলাচল সহ যানজট নিরসন হবে বলে মনে করেন।
খুলনা সিটি কর্পোরেশনে মেয়র না থাকায় দায়িত্ব পালন করেন খুলনা বিভাগীয় কমিশনার তারই উদ্দেশ্যে হুঁশিয়ারি সংকেত দিয়ে খুলনা নাগরিক সমাজ বলেন অতি দ্রুত এই নতুন নকশার পরিবর্তন করে ময়লাপোতা মোড়ে সাধারন মানুষের চলাচল ও যানজটের নিরসন করার দাবী জানান। নাগরিক সমাজের দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার সদস্যসচিব খুলনা নাগরিক সমাজ,এইচ এম আলাউদ্দিন ব্যুরো প্রধান কালের কন্ঠ খুলনা,মোঃ মাহবুবুর রহমান মুন্না,মোঃ সরদার আবু তাহের,মোঃ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন সমাজসেবা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।