শেখ নাসির উদ্দিন, খুলনা || খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ময়লাপোতার মোড়ে নির্মিতব্য সৌন্দর্যবর্ধন প্রকল্পের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ময়লাপোতার মোড়ে মানববন্ধনের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।
নিসচার মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় সংগঠনের মহানগর সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইউএনবির খুলনা ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিকইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মাশরুর মুর্শেদ, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, বৃহত্তর আমরা খুলনা বাসীর সভাপতি ডাঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিসচার মহানগর কমিটির সহ-সভাপতি মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, সহ-সাধারণ সম্পাদক শেখ মেরাজ হোসেন, মো. আবু মুছা, অর্থ সম্পাদক আফজাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য মো. শাহ নেওয়াজ, সাদ্দাম হোসেন, মোশাররফ হোসেন, হেলাল হোসেন, মো. এম এ সাদী, মো. সজিব, মো. মিন্টু, ফরহাদ হোসেন দারা, নিতাই সাহা, মো. হানিফ, মিরাজ শেখ, ইসলামী ছাত্র আন্দোলন ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ শাহরিয়ার নাফিস, মোঃ আমিনুর ইসলাম, মো. নাসির উদ্দিন হাওলাদার, মোহাম্মদ নুরুল করিম, কেএইচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খ ম শাহীন হোসেন, বৈষম্য বিরধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আর এস হৃদয় চৌধুরী, কেডিএস এর সদস্য মো. নাজমুল হাসান, নাগরিক নেতা শেখ মনিরুজ্জামান এলু, কাজী কামরুল ইসলাম কচি, মো. সাজ্জাদ হোসেন, সাংবাদিক আবু হাসান চৌধুরী, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মোস্তফা কামাল, ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম, হাফেজ মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ রিশাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সীমাহীন দুর্নীতি, অনিয়ম আর লুটপাটের অভিযোগ রয়েছে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে । ক্ষমতাসীন দলের তিনবারের মেয়র থাকার সুবাদে কেসিসির ঠিকাদারির কাজের সর্বোচ্চ সদ্ব্যবহার করেছেন তিনি। তার আমলে বেশিরভাগ কাজ পেয়েছেন তার পছন্দের ঠিকাদাররা। আর এসব ঠিকাদাররা ঠিকঠাক মত কাজ করেনি। অধিকাংশ কাজই দায়সারা করেছেন। উন্নয়নের নামে তারা লুটপাট করেছেন। খুলনা সিটি কর্পোরেশন নগরীর ২২টি মোড়ের সৌন্দর্য বর্ধনের যে কার্যক্রম হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে। যার প্রমাণ সম্প্রতি ময়লাপোতা দৃশ্যমান হচ্ছে। ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদের সামনে ও পিছনের বেশকিছু রাস্তা বন্ধ করে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হওয়ার পর থেকেই বিষয়টি নাগরিকদের দৃষ্টিতে আসে। এজন্য বক্তারা অবিলম্বে উক্ত নকশা পরিবর্তনের দাবি জানান। সড়কের প্রশস্ততা কমিয়ে সংকুচিত করে কক্রিট দ্বারা সৌন্দর্যবর্ধন করে যানজট সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। নগরীর প্রাণ কেন্দ্রের ব্যস্ততম এ এলাকায় ইতোপূর্বে অপরিকল্পিত স্থাপনা, সড়কের জায়গা দখল প্রভৃতি কারণে সড়ক সংকুচিত হওয়ায় প্রায়ই কমবেশি যানজট লেগে থাকে। সিটি কর্পোরেশনের যেসব আমলা জনগণের প্রতিবাদের ভাষা বোঝে না তারা স্বৈরাচারের দোসর।
বক্তারা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী এবং নকশাবিদদের পেশাগত জ্ঞান এবং দূরদর্শিতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন।
বক্তারা রোববারের মধ্যে উক্ত কাজের নকশা পরিবর্তনের না হলে সোমবার খুলনা সিটি কর্পোরেশন ঘেরাও করারা হুশিয়ারী দেন মানববন্ধন থেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।