মোঃ রাজু হাওলাদার, খুলনা || বর্ণিল আয়োজনে লাল-সবুজের লড়াইয়ে মধ্য দিয়ে খুলনায় ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়। যুব সমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করতে বিএনপি উদ্যোগে এই টুর্নামেন্টের একদিনের ম্যাচ আজ খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টি-টোয়েন্টি ফরম্যাটের খুলনা বিভাগের ১০টি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দল গঠন করে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মনোজ্ঞ আয়োজনে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, সাবেক ক্রিকেটার মেহবার হোসেন অপি, নারী ক্রিকেট দলের খেলোয়াড় সালমা খাতুন। এ সময় জাতীয় ফুটবলা দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আমিনুল হক, টুর্নমেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, মহানগর বিএনপির সদস্য শফিকুল আলম তুহিন উপস্থিত ছিলেন।
এই ম্যাচের বিজয়ী দলসহ ঢাকায় ১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জানুয়ারি ঢাকা মিরপুর জাতীয় স্টেডিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।