সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে খুলনা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে অবৈধ মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হয়।
আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় সময় ঈদকে সামনে রেখে নিরাপদ সড়কের লক্ষ্যে সড়ক দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফেরাতে খুলনা জেলা ট্রাফিক পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ ইসরাফিল হোসেন এবং সজীব কুমার সাহা’র নেতৃত্বে বডিঅন ক্যামেরা সঙ্গে নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হয়।
মহাসড়কে অবৈধ নছিমন ,করিমন থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধ থ্রি হুইলার যানবাহন রাস্তায় উঠলে আটক করে মামলা দিয়ে আইনের আওতায় নিচ্ছেন।রেজিস্ট্রেশন এবং হেলমেট বিহীন মোটর বাইক চালকদের বিরুদ্ধে মামলা এবং জরুরী প্রয়োজনে কিছু বাইক মুচলেকার মাধ্যমে শর্তসাপেক্ষ ছেড়ে দেন। এবং ফিটনেস বিহীন অনেক যানবাহন আটক করে আইনের আওতায় নিয়ে থানায় জমা রাখেন।
খুলনা জেলা ট্রাফিক পুলিশের আর্জেন্ট ইসরাফিল হোসেনের বক্তব্য, সড়ক আইন মেনে সকলকে পথ চলতে হবে, অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়কের শৃঙ্খলা ফেরাতে খুলনা জেলা ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ সময় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ট্রাফিক আইন সম্বন্ধিত লিফলেট বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।