সরদার বাদশার,নিজস্ব প্রতিনিধি // জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়ক আইন সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক যাত্রার লক্ষ্যে পবিত্র ঈদকে সামনে রেখে সতর্ক সচেতন ও সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা (২৬শে এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়ক আইন সম্মিলিত লিফলেট পরিবহন চালক, শ্রমিক, যাত্রী,পথচারীদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়াও নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা কর্মীবৃন্দ ডুমুরিয়া বাজারে ব্যবসায়ী, ক্রেতা, জনসাধারণের মাঝে নিরাপদে পথ চলার জন্য জনসচেতনতায় সড়ক আইন সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,খুলনা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ ইসরাফিল হোসেন, সার্জেন্ট সজীব কুমার সাহা ,ট্রাফিক পুলিশ মহিতোষ,জাহাঙ্গীর হোসেন,নিসচা’ ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক কবি তুষার কান্তি দত্ত,কার্যকরী সদস্য আব্দুর রহমান বেপারী, আব্দুল জলিল প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।