মোঃ রাজু হাওলাদার, খুলনা || ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল।
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় খুলনায় সোমবার ০২ ডিসেম্বর’২৪ দুপুর ১২টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
এর আগে খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
এ সময় বক্তারা ভারতের বাংলাদেশের সহকারি হাইকমিশনে ভাঙচুরের প্রতিকার ও ভারতীয় বাংলাদেশ বিরোধী প্রচারের বিরুদ্ধে ভারতকে ব্যবস্থা নেবার দাবী জানান। এদিকে গতকাল সন্ধ্যার পর থেকেই খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।