সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবং ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে সমগ্র বাংলাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ৩২ হাজার ৯০৪টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।সারা দেশের ন্যায় খুলনা জেলায় ২৩৬টি ঘরের মধ্যে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে ৬৫টি ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাদিকুর রহমান,উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ , ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ মামুনুর রশীদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, মুক্তযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন,আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,মিডায়াকর্মী ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ডুমুরিয়া উপজেলায় ৬৫টি ঘর ও জমির দলিল ভূমিহীন উপকারভোগীদের মাঝে ভিডিও কনফারেন্স মাধ্যমে হস্তান্তর করেন।
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ডুমুরিয়া উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ৬৪০ টি পরিবার ও তৃতীয় ধাপে ৬৫ টি ভূমিহীন পরিবারকে পর্যাক্রমে এ উপহার দেওয়া হয়েছে। প্রতিটি ভূমিহীন উপকারভোগী পরিবারের জন্য রয়েছে দু’টি বেড রুম,এটাস্ট টয়লেট ও বাথরুমসহ ১টি করে ঘর ০.০২শতাংশ জমির দলিল ও নামজারি খতিয়ান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ জানান, তৃতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৬৫ টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের জমির কবুলত রেজিস্ট্রেশনসহ নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।