মোঃ রাজু হাওলাদার,খুলনা || গোপন সংবাদের ভিত্তিতে ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার মধ্যরাত আনুমানিক ০২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা,নৌ বাহিনী ও পুলিশ এর সমন্বয়ে কয়রা থানাধীন গাবুরা ইউনিয়নের ঘাগরামারি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে উক্ত এলাকার একটি মাছের ঘের এর মাচাঘর তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় একটি দুইনালা পাইপগান উদ্ধার করা হয়।
উক্ত সময় অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতিকারীরা অস্ত্র ব্যবহার করে উক্ত এলাকায় নাশকতা সৃষ্টি করতো বলে জানা যায়। জব্দকৃত অবৈধ অস্ত্র এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কয়রা থানায় হস্থান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।