নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো রোস্তম আলী।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, এসআই খবির উদ্দিন, লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সরদার রইচ উদ্দিন টিপু, মো: শরিফুজ্জামানসহ প্রমূখ।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে সরকারি কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক, নিকাহ রেজিস্টার, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।