1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার - Khulnar Khobor
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত মোল্লাহাটে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বেগম খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবক ছিলেন অনিন্দ্য ইসলাম খুলনার দিঘলিয়ায় গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁ ‎মান্দায় রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দায়সারা বিটুমিন স্প্রে  পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ  দিঘলিয়ায় প্রতারক চক্রের হুমকি: সাংবাদিক কিশোর কুমারকে জীবননাশের হুমকি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল যশোর মনিরামপুরে মাদক নিয়ে বিরোধে চালককে কুপিয়ে জখম সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, ১০০’কেজি হরিণের মাংস’সহ ৪’হাজার মিটার ফাঁদ জব্দ। কেশবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদের পতিত জমি এখন সবজি ও ফুলের বাগান মনোমুগ্ধকর পরিবেশে সফল কৃষি উদ্যোগ। তেরখাদায় নির্বাচন আচরণ বিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান, প্যানা, ফেস্টুন,ব্যানার ও পোস্টার অপসারণ নওগাঁ ‎মান্দায় উপজেলা চত্বরে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম জনমনে ক্ষোভ।  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমিতের শোকজের জবাবে সন্তোষ প্রকাশ বিচারকের বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া -আজিজুল বারী হেলাল প্রশাসনের নির্দেশনা অমান্য করে ঘেরের পানি নিষ্কাশন অব্যহত, বোরো চাষীরা বিপাকে যশোরের চুড়ামনকাঠিতে শোকসভা ও দোয়া মাহফিলে শ্রদ্ধা‌র সঙ্গে স্মরণ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অপহৃত নারী’সহ অপহরণকারী আটক।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৪ এর খুলনা আঞ্চলিক পর্ব শুক্রবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের উদ্যোগে এবং বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ অলিম্পিয়াডে খুলনা অঞ্চল থেকে ১০ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন।

শুরুতেই সকাল ৯টা ১৫ মিনিটে কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্ত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা,খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গণিত সমিতি ও গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার।

বিকাল সাড়ে ৩টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারস্বরূপ সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

এ সময় তিনি বলেন,গণিত হচ্ছে বিজ্ঞানের অন্যতম মৌলিক বিষয়। রসায়ন ও পদার্থবিজ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা ও আধুনিক মানবিক সভ্যতা বিনির্মাণে গণিতের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অসামান্য অবদান রয়েছে।

তিনি এ অলিম্পিয়াড আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিন এবং সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা রক্ষা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী,অরগানাইজিং কমিটির আহ্বায়ক ও গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আজমল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম।অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরা।

এ সময় গণিত অলিম্পিয়াডের পরিদর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. কল্যাণ কুমার দে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক মো. জসিম উদ্দিন,অরগানাইজিং কমিটির সদস্য-সচিব খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং খুলনা বিশ্ববিদ্যালয়সহ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড.মো.আশরাফুল আলম ও ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড.মো.আজমল হুদাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের অলিম্পিয়াডে খুলনা বিশ্ববিদ্যালয়সহ খুলনা অঞ্চলের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের মোট ১৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন।

নির্বাচিত শিক্ষার্থীরা হলেন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অঙ্কন হালদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. তৌহিদুল আকবর আদিব, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিরোজ রহমান খা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আদিত্য শাফি চন্দ্র, কুয়েটের মোস্তফা আদিব চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের তীর্থদীপ ঢালী, কুয়েটের মো. মেহেরান হোসেন হোসেন হিমেল, মো. রাব্বি হোসেন, সানজানা চৌধুরী এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিউলি সরকার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।