শেখ নাসির উদ্দীন, খুলনা || আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় পাওয়ার হাউজ মোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্যোগে ১৬ ই ডিসেম্বর ৫৪ তম বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও বিজয় পতাকা র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি পূর্ব সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এসম উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা হাফিজুর রহমান, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, গাজী ফেরদৌস সুমন, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আব্দুল হাকিম, নুরুজ্জামান বাবুল, মোঃ তরিকুল ইসলাম কাবির, মমিনুল ইসলাম নাসিব, মোঃ সাইফুর রহমান, বিডিয়ার (অবঃ) আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি মাহাদি হাসান মুন্না, শাহরিয়ার নাফিস প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশের সভাপতি মুফতি আমানুল্লাহ বলেন, আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেসব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করছি।
তিনি আরও বলেন, স্বাধীনতার মূল লক্ষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে দেশবাসী যখন দিশেহারা হয়ে পড়েছিল তখন দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ নতুন করে স্বাধীনতা লাভ করেছে। ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ছাত্র-শ্রমিক জনতার ‘২৪ -এর বৈষম্য বিরোধী আন্দোলন ও অভ্যুত্থানে একটি কাঙ্খিত বিজয় এসেছে।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে তিনি দেশবাসীকে আহ্বান জানান।সমাবেশ শেষে বিশাল এক বিজয় পতাকা র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।