ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || অনেক দিন পর খুলনায় আবার অর্থহীন, জমবে’—আগামি ২০ ডিসেম্বর খুলনায় হতে যাচ্ছে এ বছরের সবচেয়ে বড় আয়োজন। ‘বিজয়ে তারুণ্য’ শিরোনামের কনসার্টে অর্থহীন ছাড়াও থাকছে জনপ্রিয় ব্যান্ড আর্ক, হাইওয়ে, অ্যাভয়েড রাফা ও এনকোর। তাদের সঙ্গে থাকবে খুলনার দুটি স্থানীয় ব্যান্ড।
জানা গেছে, ২০ ডিসেম্বর শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। আয়োজন করেছে জেন এক্স কমিউনিকেশন এবং ইভেন্ট নামাই। টিকিটের দাম ৩৫০ টাকা, টি-শার্টসহ ৬০০ টাকা।
বিজয়ে তারুণ্য কনসার্টের টিকিট বিক্রি থেকে অর্জিত আয়ের একটি অংশ বৃক্ষরোপণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন জেন এক্স কমিউনিকেশন।
প্রতিষ্ঠানটির সিইও আশহাব ওয়াদুদ তূর্য বলেন, ‘তরুণদের জন্য আমাদের এই আয়োজন। যেখানে অল্প টাকায় সবাই দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর গান শুনতে পারবেন। তাঁদের এ টাকা থেকে আমরা খুলনাকে আরও সবুজ করতে ভূমিকা রাখতে পারব। এ কনসার্টে যত টিকিট বিক্রি হবে, সে পরিমাণ চারা রোপণের পরিকল্পনা করেছি। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আমাদের এই উদ্যোগ। এর মাধ্যমে শহরের ‘তরুণদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে চাই।’
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।