সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি// “মুজিববর্ষে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না”- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর এই অংগীকারকে বাস্তবায়নের লক্ষ্যে মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় অদ্য ২৬ এপ্রিল, ২০২২ইং তারিখে ৩য় পর্যায়ে সারাদেশে ৩২৯০৪ টি “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দকৃত ভূমি ও একক গৃহ হস্তান্তর করা হয়।সারাদেশব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলার ৫পাঁচ টি উপজেলার ৩৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গৃহ ও ভূমির কাগজপত্র হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
লক্ষ্মীপুর জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে একক গৃহ ও ভূমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর, জনাব নুর উদ্দিন চৌধুরী নয়ন, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-২, ড. আনোয়ার হোসেন খান, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-১, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়রবৃন্দ, সহকারি কমিশনারবৃন্দ (ভূমি), বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।