ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির আয়োজনে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন ও সংশ্লিষ্ট বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন ও সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম,ড. মো. সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ)। প্রফেসর ড. রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন ও সেমিনারে শারিরীক ও মানসিক বিভিন্ন সমস্যা ও তার সমাধানকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাইকেট্রিক ডাঃ মো. সুলতান-ই মঞ্জুর (শুভ)। সেমিনারে বিভিন্ন আইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন এ্যাডভোকেট কামরুন নাহার হেনা, সদস্য বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জনসংযোগ,তথ্য ও প্রকাশনা ডিভিশনের সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ।
উল্লেখ্য, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮ এর আলোকে কুয়েটের নিজস্ব যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ গত ৯৫ তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, নতুন ভর্তিচ্ছুক শিক্ষার্থী এবং বহিরাগত কোন রকম প্রতিবন্ধকতা ছাড়া নির্বিঘ্নে কর্মসম্পাদন করতে পারে, এক্ষেত্রে কোন ব্যক্তি দ্বারা কোন প্রতিবন্ধকতা সম্মুখীন না হতে হয়, সেজন্য আইনগত ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব “যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪” প্রণয়ন করেছে। এর মাধ্যমে যথাযথ আইনগত প্রশাসনিক ব্যবস্থা অধিকতর বেগবান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট এবং ক্যাম্পাসের সীমানার মধ্যে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কর্মরত যে কোনো ব্যক্তি এবং ভর্তিচ্ছুক শিক্ষার্থী, অভ্যন্তরীণ শিক্ষার্থী, বহিরাগত যে কোনো ব্যক্তি ক্যাম্পাসে অবস্থানকালীন ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।