তেরখাদা প্রতিনিধি || খুলনার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার এস আই মনিরুল ইসলাম ও পুলিশ ফোর্স নিয়ে উপজেলার চরকূশলা মধ্যপাড়া সিরাজ মেম্বারের মোড় এলাকা থেকে ১০পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ বাবর আলী শেখ (৩২) কে গ্রেফতার করেন।বাবর আলী শেখ রূপসা উপজেলার চাঁদপুর মধ্য পাড়া এলাকার মৃত আব্দুল হামিদ শেখের পুত্র।
এ ব্যাপারে তেরখাদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১০(ক) ধারায় মামলা হয়েছে। যার নং-৯/১৩৭, তারিখ-২০/১২/২০২৪ইং।
এছাড়া এর আগে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এস আই মল্লিক আঃ হালিম ও অন্যান্য অফিসার ফোর্স নিয়ে শেখপুরা মধ্য পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ বিপ্র বিশ্বাস নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।বিপ্র বিশ্বাস তেরখাদা উপজেলার বিরি আজগড়া এলাকার অনিল বিশ্বাসের পুত্র। এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে।
এছাড়া ওই দিন জি আর মামলার ২জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করেন। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান,মাদক ও জুয়া বন্ধে কার্যক্রম চলমান রয়েছে। তেরখাদার প্রত্যন্ত এলাকায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।