সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২২শে ডিসেম্বর খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেন মাসের মাসিক অপরাধ সভার
শুরুতেই গত নভেম্বর মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণীর পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার এ সময় নভেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ইন্সপেক্টর ক্যাটাগরিতে মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ, ডুমুরিয়া থানা সাব-ইন্সপেক্টর ক্যাটাগরিতে এসআই (নিঃ)/ মোঃ মাসুদুর রহমান, ডুমুরিয়া থানা; এবং এএসআই (নিঃ) ক্যাটাগরিতে এএসআই (নিঃ)/ মোঃ আলতাফ মাহমুদ, পাইকগাছা থানা; বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।