পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ই জানুয়ারি-২৫ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম স্বাক্ষরিত নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ,২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদান, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ১১ জানুয়ারি ভোটগ্রহণ। কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হবে।
যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ইকরামুল কবীর উজ্জ্বলকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম ও সহ-সভাপতি মোহাম্মদ আরিফ হাসানকে নির্বাচন কমিশনের সদস্য করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।