মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // টিকটক করার প্রলোভন দেখিয়ে যশোরে এক কিশোরের ছবি ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে কিশোর গ্যাং চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এসময় তাদের কাছ থেকে দুইটি বার্মিজ চাকু, দুইটি মোবাইল ফোনসেট এবং ৭ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়। শহরের গাড়িখানা রোডস্থ্য আলাউদ্দিন টাওয়ারের চপিস্টিক নামক রেস্ট্রুরেন্ট থেকে আটক করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরের পিতা হাফিজুর রহমান কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
আসামি ইমরান হোসেন ভালু বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। আসামি ভালু শহরের বেজপাড়া ছাদেক দারোগার মোড় মাঠপাড়ার আইয়ুব শেখ ওরফে আইয়ুব মিস্ত্রির ছেলে।এই ঘটনায় আটক অপরজন চাঁচড়া রায়পাড়া রবিউল ইসলামের ছেলে জিসান। যশোর হোমিও প্যাথি কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান মামলায় বলেছেন, তার ছেলে আব্দুল্লাহ আল নাহিন যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি তে দশম শ্রেণিতে লেখাপড়া করে। ৫/৬ মাস পূর্বে আসামিদের সাথে নাহিনের দেখা হয় এসময় তাকে টিকটক করার প্রলোভন দেখায়। এক পর্যায় নাহিনের হাতে চাকু ও মাদক দিয়ে ছবি এবং ভিডিও ধারণ করে। এরপর বিভিন্ন ওই ছবি ও ভিডিও দেখিয়ে তার পরিবারের কাছে চাঁদা দাবি করে। কয়েক দফা চাঁদার টাকা নিয়েছে। সর্বশেষ গত ২৬ এপ্রিল সকালে কোচিং থেকে পুলেরহাটের বাড়ি ফেরার পথে চাঁচড়া শিব মন্দিরের কাছে দেখা হলে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে।
বিষয়টি নাহিন তার বাবাকে জানায়। নাহিনের বাবা এই ঘটনা ডিবিপুলিশকে অবহিত করে।ডিবি পুলিশ এপ্রিল শহরের গাড়িখানা রোডস্থ্য আলাউদ্দিন টাওয়ারের চপিস্টিক নামক রেস্ট্রুরেন্ট থেকে চাঁদার টাকা নিয়ে বলা হয়। ওই সময় টাকা আনতে গিয়ে জিসান পুলিশের হাতে আটক হয়। পরে জিসানেরস্বীকারোক্তিতে ইমরান হোসেন ভালুকে আটক করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।