সরদার বাদশা, নিজস্ব প্রতিবেদক || খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশ্বরপাশা এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী জাকিরসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। তখন নগদ টাকা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়।
কেএমপির অফিসার ইনচার্জ (ডিবি) তৈমুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় রোড সংলগ্ন জনৈক টিপু সুলতানের বাড়ির বেডরুমের মধ্যে জুয়া খেলা অবস্থায় দৌলতপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেনসহ পাঁচ জনকে আটক করে ডিবির এসআই ইমন।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ জাকির হোসেন (৩৮), পিতা-আব্দুল হক হাওলাদার, মো: রুহুল আমিন (৪৯), পিতা-মৃত ওয়াজেদ আলী ফকির, মোঃ রফিক হাওলাদার (৪০), পিতা-মৃত মানিক হাওলাদার, মোঃ সাবিবুর রহমান (৪২), পিতা-মৃত আব্দুর রহমান, মোঃ রাকিব (৪২), পিতা-মোঃ শওকত,।
নগর ডিবি পুলিশ জানায়, জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ দৌলতপুর ও মহেশ্বরপাশা এলাকায় মাদকসহ নানা রকম অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে খুলনা ও পিরোজপুর এলাকায় পাঁচটি মামলা রয়েছে। তার একটি মাদক সিন্ডকেট আছে বলে জানান।এলাকার অনেকে তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ বলে সুত্র জানায়।ডিবি পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম ৩ সেট তাস এবং নগদ ৩৪,৮০০ টাকা উদ্ধার করে।
পুলিশ আরও জানায়,গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত স্থানে দীর্ঘদিন যাবৎ মাদক ও জুয়ার আসর বসিয়ে আসছে।
এদিকে মহেশ্বরপাশা এলকার সাধারন মানুষ অভিযোগ করেছেন, মাদক ব্যবসায়ী জাকিরসহ তার কয়েকজন সহযোগির অত্যাচারে অতিষ্ট। পুলিশ সঠিক তদন্ত করলে তার সকল অপকর্মের প্রমান মিলবে। তার অন্য চিহ্নিত সহযোগীদের গ্রেফতারের দাবী এলাকাবাসীর।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।