মোঃ রাজু হাওলাদার, খুলনা || খুলনার সদরথানাধীন নগরীর ১নং কাষ্টমঘাটে সৈকত(২৪) নামে একজন যুবক গুলিবিদ্ধ।ঘটনাটি ঘটে খুলনা থানাধীন ১নং কাস্টম ঘাট এর মোড়ে।
কারিগরি করোনেশন স্কুলের মনির শরবত ষ্টোরের সামনে, মুন্সিপাড়া ৩নং গলি আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল জমাদ্দার এর ছেলে সৈকত, থানা: খুলনা সদর খুলনাকে মিরাজ (২৬) ইলিয়াস (২৮) উভয় পিতা ফজলু সাং রায়পাড়া, শ্মশান ঘাট বাঘের ভিটা থানা লবণচরাসহ ৩/৪জন দুইটি মোটরসাইকেলে এসে শৈকত এর উপর ২ রাউন্ড গুলি চালালে একটি গলি শৈকতের ডান পায়ে রানে লেগে আহত হলে স্থানীয় লোকজন খুলনা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যায়। তথ্যটি খুলনা সদর থানার তদন্ত অফিসার শাহাজাহান আহমেদ মুঠোফোনে নিশ্চিত করেছেন।
এলাকা সুত্রে জানা যায়,উল্লেখ্য ১ নং কাস্টম ঘাট লিটন সিকদার বাবু দীর্ঘদিন জেলা পরিষদ হইতে এজারার মাধ্যমে পরিচালনা করে আসছেন, প্রায় সময় সন্ত্রাসী মিরাজ ঘাট ছেড়ে দেয়ার জন্যে হামকি দামকি দিয়ে আসছে, লিটন সিকদার বাবুর ভাগ্নে সৈকত বিষয়টি নিয়ে প্রায় সময় প্রতিবাদ করে, তারই জের ধরে এই ঘটনা ঘটে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।