বিলাল মাহিনী, যশোর || যশোরের অভয়নগর উপজেলার শিল্পশহর নওয়াপাড়ার ঐতিহ্যবাহী মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলে এইচএম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া সরকারি কলেজ ও মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলের দুটি ভেন্যুতে উপজেলার ১১৮টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। উক্ত মেধাবৃত্তি পরীক্ষার সার্বিক পরিদর্শন করেন নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. রবিউল হাসান, সরকারি বিএল কলেজের সহকারি অধ্যাপক সেবানন্দ চক্রবর্তী,সহকারি অধ্যাপক মো. জোবায়ের হোসেন,গাজীপুর রউফিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার সিনিয়র প্রভাষক কবি ও সাংবাদিক বিলাল হোসেন মাহিনী, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান,আব্দুল গাফফার শেখ, রুনা লায়লা, মো. শাহিনুর রহমান,আব্দুল আলিম, মানিক চন্দ্র ধর, মো. জাকারিয়া হোসেন,মো. আকবর হোসেন প্রমুখ।
এইচএম ফাউন্ডেশনের পরিচালক ও মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. বাবুল হাসান জানান, এবারই প্রথম আমরা এই মেধাবৃত্তিটি চালু করেছি, শিক্ষার্থী ও অভিভাবকদের আশানুরূপ সাড়া পেয়েছি। এজন্য সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলের একাডেমিক এ্যাডভাইজার অচিন্ত্য কুমার সাহা মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করায় আগামিতে এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।