এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা || তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ১১,১২ ও ১৩ জানুয়ারি পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার শেষ দিনে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ।
১৩ জানুয়ারি সোমবার যথারীতি সকাল ১০টায় উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার শেষ দিনে আড়ংঘাটা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দিঘলিয়া ইউনিয়ন একাদশ। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলাটি চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় । প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে আড়ংঘাটা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তারুণ্যের উৎসব উপলক্ষে ৬ দলীয় ফুটবল প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হয়েছেন আড়ংঘাটা একাদশকে গোলকি সাহেদ।শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের নাঈম খান। ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের জিদান।খেলার প্রথম দিন থেকে ধারাভাষ্যকার ছিলেন মাস্টার মেহেদী হাসান।
ফাইনাল খেলা চলাকালীন এবং পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, ওসি তদন্ত টোকন , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস,বারাকপুর ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত কামরুল ইসলাম আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহবুবল আলম,উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সর্দার শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মোঃ আব্দুল হামিদ, আরো উপস্থিত ছিলেন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু,উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান ,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদা সুলতানা, মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম,যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান,আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন,দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ,সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,এবং ক্রীড়ামোদি দর্শক ও বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ হয়ে উঠেছিল আনন্দ মুখরিত।
খেলা শেষে উপস্থিত সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
উল্লেখ্য, প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয় আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। এ খেলায় আড়ংঘাটা ফুটবল একাদশ যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশকে খুব সহজে ৫-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। দ্বিতীয় এ খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৮-১ গোলে বারাকপুর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয়।
দ্বিতীয় দিনের খেলায় দিঘলিয়া ইউনিয়ন একাদশ বনাম গাজিরহাট ইউনিয়ন ফুটবল একাদশ এ খেলায় গাজিরহাট ইউনিয়নকে পরাজিত করে দিঘলিয়া ফাইনালে উত্তীর্ণ হয়। অপর খেলায় সেনহাটি ইউনিয়নকে পরাজিত করে আড়ংঘাটা একাদশ ফাইনালে উত্তীর্ণ হয় ।
ফাইনাল খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে আড়ংঘাটা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।