নড়াইল প্রতিনিধি || তারুণ্য উৎসব উপলক্ষে পরিবেশ সুরক্ষামূলক, বিভিন্ন ধরনের দূষণবিরোধী, পলিথিনের ব্যবহার প্রতিরোধ ও জীব বৈচিত্র্য রক্ষাসহ পরিবেশবান্ধব নড়াইল জেলা বিনির্মাণে প্রচারণা ও জনসচেতনামুলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) নড়াইল জেলা প্রশাসন, পরিবেশ ও বন অধিদপ্তর, নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালী শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে জেলা ত্রান ও পুনবাসন কার্যালয়ের সামনে একটি জলপাই গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)জুবায়ের হোসেন চৌধূরী, অতিরক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)আসহান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো:জিসান হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।