আমজাদ হোসেন,নওগাঁ প্রতিনিধি || নওগাঁ মান্দায় আত্রাই নদী তুই ধরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে একের পর এক বহুতল ভবন নির্মাণ মহোৎসব চলছে, এ যেন দেখার কেউ নেই।
সরজমিনে গিয়ে দেখা যায়,জোতবাজার,পাজরভাঙ্গা,চকশোল্যাসহ বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পরেও দায়সারা নোটিশে সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম। অপরদিকে সচেতন মহল দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করেই চলছে এমন অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক।
সম্প্রতি মান্দা উপজেলার দারিয়াপুর গ্রামের সায়েম হোসেন নামে এক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর একটি অভিযোগ দায়ের করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।