মোঃ মাহাতাবুর রহমান,ষ্টাফ রিপোর্টার || মানবাধিকার সংগঠন রাইটস ফার্স্টের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম গত ২রা জানুয়ারি খুলনাস্থ নিজস্ব বাসভবনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। ততক্ষণাৎ তাকে সিটি মেডিকেলে ভর্তি করানো হয়। প্রাথমিক ভাবে চিকিৎসা করিয়ে পরিবার ও “বন্ধুত্ব আজীবন” সংগঠনের সিদ্ধান্ত ক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চেকআপে তার হার্টে দুই ব্লক ধরা পরে। অধ্যাপক ডা: নাসিরউদ্দিনের তত্বাবধানে গত ১৩ তারিখ তার হার্টে সফল ভাবে রিং পরানো হয়।বর্তমানে তিনি সুস্থ আছেন।তার অসুস্থতার খবরে রাইটস ফার্স্ট ও বন্ধুত্ব আজীবন এর সদস্যরা গভীর উৎকণ্ঠায় পরে যান। এই পরোপকারী মানুষ টির জন্য সবাই দোয়া এবং সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সার্বক্ষণিক ভাবে রাইটস ফার্স্টের সভাপতি আলমাস আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ: কামরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মাহাবুবা স্বর্ণা,মনোয়ারা মনিকা,অমল হালদার,মোঃ: আতিকুর রহমান,মির্জা গোলাম মোস্তফা সেলিম, মোঃ মাহাতাবুর রহমান, নাসিরউদ্দিন খোকন সহ অন্যান্যরা খোঁজখবর এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
তার পরিবার হতে সবাইকে এতো ভালবাসা,দোয়া ও সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।