পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধি || যশোরের বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সেবাইতদের নয় দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় নয়দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী-২৫) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রশিক্ষণ কেন্দ্রে যশোর জেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন সেবাইতের প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণপ্রাপ্ত সেবাইতদের ‘সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন’ বিষয়ে গত ৮ জানুয়ারী থেকে নয়দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন প্রকল্প পরিচালক প্রনতি রানী দাস।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন,জুনিয়র কনসালটেন্ট অশোক কুমার চ্যাটার্জী ও সুশান্ত ব্যানার্জী। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,সেবাইতদের যে আন গুলো অর্জিত হয়েছে সেগুলো নিজেদের মধ্যে না রেখে সমাজের কল্যাণে সকলের মধ্যে সেই আন বিতরণ করতে হবে এবং সকলের প্রচেষ্টায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।