সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি//লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চার কিশোরীর নিখোঁজ রয়েছে। একইগ্রামের প্রতিবেশী একত্রে চার কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনার খবরে স্থানীয় জনমনে নানা প্রশ্ন সহ আতংক দেখা দিয়েছে। নিখোঁজ ৪ জনেরই বয়স ১২-১৪ বছরের মধ্যে। এব্যাপারে কমলনগর থানায় কিশোরীদের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়।
পুলিশ ও নিখোঁজ কিশোরীদের পরিবার সূত্র জানান, গতকাল শনিবার সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে ওই চার কিশোরী নিখোঁজ হয়। দিনভর সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে রাতে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন নিখোঁজদের এক আত্মীয়া আকলিমা বেগম।
থানায় ডায়েরিতে উল্লেখিত নিখোঁজ চার কিশোরী হলেন যথাক্রমে জোবাইদা আক্তার(১২), মিতু আক্তার (১২), সামিয়া আক্তার নিহা (১৩) ও সিমু আক্তার (১৪)।
জিডির আবেদনে উল্লেখ করা হয়, সামিয়া আক্তার নিহার নানার বাড়ীতে যাওয়ার জন্য তারা বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। এরপর সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও চার কিশোরীকে না পেয়ে প্রতিকার চেয়ে জিডি করা হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, চার কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। পুলিশ সর্বশক্তি প্রয়োগ করে ওই চার কিশোরীকে উদ্ধারে কাজ করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।