ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সজীব শিকদার (২৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। ২০ শে জানুয়ারি সোমবার রাত সাড়ে ৯ টার দিকে হরিনটানা থানা চেয়াম্যান ভিটা শশ্মানঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত যুবককে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। সজীব শিকদার নগরীর জিরোপয়েন্ট বিসমিল্লাহ সড়ক এলাকার জনৈক জালাল শিকদরের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার খুুলনা খবরকে বলেন, সজীব হরিণটানা থানা এলাকার সন্ত্রাসী কালা লাভলু ও সাগর গ্রুপের সদস্য ছিল। এ গ্রুপের সদস্যদের মধ্যে দ্বন্ধ চলছিল গত কয়েকদিন ধরে। যার শিকার হয় সজীব শিকদার। রাতে তাকে বয়রা চেয়ারম্যান ভিটা শশ্মানঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তার দু’হাতে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
ঘটনায় হরিনটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।