ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || জেলা প্রশাসক খুলনার সম্মেলন কক্ষে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং রেইজ প্রকল্পের প্রকল্প কার্যক্রম আবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসন খুলনা এবং ওয়েলফেয়ার সেন্টার খুলনার যৌথ আয়োজনে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিকা রহমান Task Team Leader, RAISE Project, বিশ্ব ব্যাংক, ঢাকা অফিস এবং বিএনএসকের নির্বাহী পরিচালক ও নারী বিষয়ক সংস্কার কমিটির সভাপতি সুমাইয়া ইসলাম।
‘‘সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ’’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে খুলনা ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর মঈন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা পরিষদ খুলনার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সোনালী ব্যাংক খুলনার এজিএম জিয়াউর রহমান, বিভাগীয় জেলা তথ্য অফিস খুলনার সহকারী তথ্য অফিসার তরুন কুমার মন্ডল, প্রবাসী কল্যাণ ব্যাংক খুলনার শাখা প্রধান মোঃ হাসানুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আসরাফুল ইসলাম নূর, পুলিশ পরিদর্শক ইমরান হাসান, খুলনা মহিলা টিটিসির অধ্যক্ষ কেএম মনিরুল ইসলাম, বিসিক খুলনার ডিজিএম গোলাম সাকলাইন, খুলনা টিটিসির চিফ ইন্সট্রাকটর মোঃ রিয়াজ শরীফ, জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস খুলনার সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ।
রেইজ প্রকল্পের আওতায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণের লক্ষ্যে মনো-সামাজিক এবং অর্থনৈতিক পরামর্শ প্রদান, রেফারেলের আওতায় প্রত্যাগত কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও আর্থিক সহযোগিতা, কর্মীদের দক্ষতা সনদ ও নির্বাচিত প্রত্যাগত অভিবাসী কর্মীদের নগদ ১৩ হাজার ৫ শত টাকা প্রণোদনা প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় অভিবাসী কর্মীদের তথ্য সমৃদ্ধ ডাটাবেজ তৈরি করা হচ্ছে।
বক্তরা বলেন, রেমিট্যান্স যোদ্ধারা আমাদের অহংকার। প্রবাসীদের প্রেরিত অর্থ দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন আর প্রবাসীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। এজন্য তাদেরকে রেমিটেন্স-যোদ্ধা হিসেবে অভিহিত করা হয়। দেশের সীমানার বাইরে দেশের মানবৃদ্ধিতে এই প্রবাসীরাই পালন করতে পারেন ঐতিহাসিক দায়িত্ব । শুধু তাই নয় তারা দেশের রিজার্ভও ঠিক রেখেছেন।
করোনাকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ফেরত আসার প্রেক্ষিতে প্রকল্পটি গ্রহন করা হয়।
প্রবাসীরা বাড়ি ফিরে যাতে হতাশ না হয় সেজন্য ২০২০ সালে প্রকল্পটি গ্রহণ করা হয়। এ পর্যন্ত এই প্রকল্পে ২ লক্ষেরও অধিক প্রত্যাগত অভিবাসী রেজিস্ট্রেশন করেছেন। খুলনা ওয়েলফেয়ার সেন্টারের আওতায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় ৬ হাজার ১ শত ১৭ জন রেজিষ্ট্রেশন করেছেন। তার মধ্যে খুলনাতে ২৮৪১ জন। মোট ৫ হাজার ২ শত ৪৮ জনকে ১৩ হাজার ৫ শত টাকা নগদ ইনসেন্টিভ প্রদান করা হয়েছে।
বক্তরা আরও বলেন, অনেক মানুষ দালালের মাধ্যমে বিদেশ গিয়ে থাকে। অনেকে কাজ না শিখে যাওয়ার কারণে প্রতারিত হচ্ছে। দল মত নির্বিশেষে সকল প্রবাসীদের মূল্যায়ন করে তাদের দেশের কাজে লাগাতে হবে। সরকারি মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে গেলে প্রবাসী শ্রমিকরা সমস্যায় পড়বে না। আর কেউ বিপদে পড়লে আমরা তাদের পাশে দাঁড়াবো। সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এর মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং খুলনা ওয়েলফেয়ার সেন্টারের অর্জন তুলে ধরেন ওয়েলফেয়ার সেন্টার খুলনার সহকারী পরিচালক মোঃ ফসিউল আলম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।