অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || সাতক্ষীরার শ্যামনগরে ০২’টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ টি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জাম’সহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২২ জানুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ সকল তথ্য নিশ্চিত করেন।
এবিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাগরামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০২ টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, ০২ টি ককটেল, ০১ টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ ০২ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ মাসুম বিল্লাহ (৪৫) ও মোঃ শফিউল্লাহ খাঁ (৩০) সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তি’সহ জব্দকৃত সকল আলামত শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।