সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || বুধবার( ২২ জানুয়ারি ~২০২৫ইংরেজি ) সকাল ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলা ভূমি অফিসের আয়োজনে তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে তারুণ্যের উৎসব~২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ শহীদুল্লাহ।
উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দে বসাক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হানিফ সিকদার , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের।
অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলোঃ এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।