মোঃ রাজু হাওলাদার,খুলনা || খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকায় জে এম আই গ্যাস কোম্পানীর বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল করে অবৈধভাবে টিনের বেড়া দিয়ে আটকিয়ে কৃষি জমিতে যেতে বাধাঁ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার পেতে ভুক্তভোগী জমির মালিকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কাছে আবেদন করলে তাদেরকে সন্ত্রাসীদের দিয়ে প্রতিনিয়ত হুমকি প্রদান করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানাগেছে,কিসমত ফুলতলা মৌজায় এস এ ১৯ নং খতিয়ান, দাগ ১৫২, ১৫৩, বি আর এস ২৫৫ নং খতিয়ানে ১২৫৪ নং দাগের সীমানায় জে এম আই গ্যাস কোম্পানী অবৈধভাবে টিনের বেড়া দিয়ে আটকিয়ে যাতাযায়ের পথ বন্ধ করে দিয়েছে। এই জমির প্রকৃত মালিক স্থানীয় সংখ্যালঘুরা। বিগত সরকারের আমলে এই কোম্পানীটি জাল দলিল করে অবৈধভাবে ডিসিআর নেয়। সরকার পতনের পর নতুন করে সন্ত্রাসীদের ভাড়া করে টিনের বেড়া দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে।
লিখিত অভিযোগে আরো জানা যায়, এমন পরিস্থিতিতে সংখ্যালঘুরা প্রশাসনের স্বরণাপন্ন হলে গত বছর ৩০ ডিসেম্বর সহকারী কমিশনারের (ভূমি), প্রকৃত জমির মালিক এবং জে এম আই গ্যাস কোম্পানীর প্রতিনিধিদের উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করা হয়। এস এ ১৯ নং খতিয়ান, দাগ ১৫২ এবং বি আর এস ২৫৫ নং খতিয়ানে ১২৫৪, ১২৫৫, ১২৫৬ দাগ সম্পূর্ন পরিমাপ করা হয়। এরপর গত ২১ জানুয়ারী ২০২৫ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), প্রকৃত জমির মালিক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি এবং জে এম আই গ্যাস কোম্পানীর প্রতিনিধিদের উপস্থিতিতে পূর্নাঙ্গ শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীর সময় জে এম আই গ্যাস কোম্পানী কর্তৃক ১২৫৪ দাগের তাদেও পক্ষে কোন দলিল, রেকর্ড প্রমাণ করতে পারেনি। ফলে তাদের অবৈধ ডি সি আর বাতিল করা হয়। পরবর্তীতে সন্ত্রাসী ভাড়া করে এনে জোরপূর্বক বেড়া দিয়ে আটকিয়ে সংখ্যালঘুদের জমিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে অবৈধভাবে টিনের বেড়া সরিয়ে নিতে গত ২২ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত আবেদন করেন এলাকাবাসী।
ভুক্তভোগীরা জানান, অচীরেই টিনের বেড়া সরানো না হলে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অপ্রীতীকর ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এলাকার শান্তি-শৃংখলা বজায় রাখতে অতি সত্তর টিনের বেড়া সরিয়ে রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।