মোঃ রাজু হাওলাদার,খুলনা || খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ০৪নং সেনহাটি ইউনিয়নের চন্দনিমহল কাটাবন গুচ্ছগ্রাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারি রাত আনুমানিক ৮ ঘটিকায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কাঁটাবন বটতলা এলাকায় স্থানীয় চাঁদাবাজ মন্টুগাছি পিতা: ইয়াদ গাছি, গ্রাম+পোস্ট চন্দনিমহল, থানাঃ দিঘলিয়া, জেলাঃ খুলনা ও সরফরাজ হোসেন পিতাঃ গোলাম হোসেন, গ্রামঃ কাটাবন পোস্টঃ চন্দনিমহল, থানাঃ দিঘলিয়া জেলাঃ খুলনা দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হয়। এর জের ধরে আজ ২৩ জানুয়ারি সকাল সময় অনুঃ ০৭’৩০ ঘটিকায় চন্দনীমহল কাঁটাবনের নারদের দোকানের সামনে নুরুদ্দিন(৩৫) সরফরাজ(৪৫),বাবর আলী(৫০) সর্ব পিতা গোলাম শেখ,সাং চন্দনিমহল, থানা দিঘলিয়া, খুলনাগণ একত্রে মিলে প্রতিপক্ষ মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টুগাছি (৫৫),পিতা ইয়াদ আলী শেখ,সাং চন্দনীমহল,থানা দিঘলিয়া,খুলনাকে মারপিট করে তার দুই চোখ তুলে ফেলার জন্য জখম করে।
তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে উক্ত এলাকার পরিস্থিতি থমথমে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।