শেখ মারুফ হোসন,বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী উপজেলা শিশু নিকেতনের আয়োজনে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ ২৩শে জানুয়ারি ২০২৫খ্রি. সকাল ১০:০০টায় বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনে মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয় এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেশ হালদার শুভেচ্ছা বক্তব্য রাখেন।
কচুয়া উপজেলা শিশু নিকেতনের সহকারী শিক্ষক তিমির বরণ পাইকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, বিজয় কুমার জোয়ার্দার সহকারী কমিশনার (ভূমি) এসময় বিশেষ অথিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাঃ রাশেদুল আলম অফিসার ইনচার্জ কচুয়া থানা।
উপজেলা শিশু নিকেতনের সভাপতি ও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে. এম. আবু নওশদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদা সুলতানা সভাপতি লেডিস ক্লাব কচুয়া। এসময় প্রতিষ্ঠানের সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, কোমমলমতি শিক্ষার্থীদের মনসিক চাপমুক্ত রেখে তাদের অনুকূল পরিবেশ দিতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধ্যে বিভিন্ন প্রতিভা লুকিয়ে আছে তারা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।