আমজাদ হোসেন,নওগাঁ || নওগাঁর মান্দায় ৫ শত একর অবৈধ জমি দখলদারদেরকে উচ্ছেদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ পার্যায়ে স্পট গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মান্দা সদর ইউপির কোচড়া এলাকায় এ স্পট গণশুননী অনুষ্ঠিত হয়।
অবৈধ দখল, সরকারি খাস জমি উদ্ধার, বেদখল মুক্তকরণ ও বৈধ মালিকদেরকে জমি ফিরিয়ে দিতে উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণপূর্বক বৈধ জমি মালিকদের পক্ষে কাজ করেন।
অবৈধ দখলকারীদেরকে উচ্ছেদ করতে উপজেলার মান্দা, পরানপুর ইউনিয়নের খোর্দ্দকোচড়া, হাড়কিশোর, বিল মান্দা মৌজা সমুহের সরকারি খাস, ভিপি সম্পত্তি উদ্ধার, বেদখলমুক্তকরণ, বৈধ মালিকগণের বেদখলী জমি উদ্ধারকরণ এবং অবৈধভাবে জমি দখলকারীদের উচ্ছেদ করে শান্তিশৃংখলা প্রতিষ্ঠার লক্ষে কাজ করছেন উপজেলা প্রশাসন।
শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স্পট গণশুনানীকালে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, সহকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর-হাকিম, ব্যবস্থাপনা সম্পাদক ফারুক হোসেন ও সার্ভেয়ার এমদাদ হোসেনসহ ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা বৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।