খুলনার খবর // উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। গেছে ঢাকার সিএমএইচ হাসপাতালে ১৫ মে পর্যন্ত চিকিৎসাধীন থাকবেন মেয়র।
গতকাল রবিবার (৮ মে) বিকাল সাড়ে ৪টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্স। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুব নাহার ও ভাইজি মেঘলা।
আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন বলেন, এখানে চিকিৎসাধীন অবস্থায় সিটি মেয়রের সার্বিক অবস্থার উন্নতি হয়েছে। তারপরও যেহেতু ঢাকায় তার অপারেশন করা হয়েছিল সেকারনেই তাকে ফলোআপ করার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই গতকাল বিকালে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
ঢাকায় নেওয়ার সময় হেলিপ্যাডে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্যানেল মেয়র আমিনুল হক মুন্না, কাউন্সিলর আনিস বিশ্বাস ও নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডায়বেটিস, ইউরিনের সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি হন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।