মোঃ রাজু হাওলাদার, খুলনা || আজ ২৫ জানুয়ারি খুলনা জেলা বাস-মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই নির্বাচন গণতান্ত্রিকভাবে সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনের ফলাফল:
সভাপতি পদে: মোঃ মোকাম্মেল হোসেন (প্রতিক: সিংহ) ১৪৭ ভোট পেয়ে জয়লাভ করেন। কার্যকরী সভাপতি পদে: মোঃ সাইফুল ইসলাম মল্লিক (প্রতিক: চেয়ার) ২৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন।
সহ-সভাপতি পদে:
১. মোঃ সেলিম মোড়ল (প্রতিক: কলস) ১৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন।
২. অমরেশ কুমার মণ্ডল (প্রতিক: ফুটবল) ১৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন।
সাধারণ সম্পাদক পদে: আলঃ রবিউল করিম (প্রতিক: মই) ২২৪ ভোটে জয়লাভ করেন।
যুগ্ম-সম্পাদক পদে:
১. মোঃ বাবুল হোসেন (প্রতিক: ময়ূর) ১৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন।
২. মোঃ ইয়াছিন মোল্লা (প্রতিক: পান) ১৬৫ ভোটে জয়লাভ করেন।
সাংগঠনিক সম্পাদক পদে: মোঃ জিয়াউর রহমান (প্রতিক: টেলিভিশন) ১৮২ ভোট পেয়ে জয়লাভ করেন।
অর্থ সম্পাদক পদে: মোঃ মনিরুল ইসলাম (প্রতিক: দোয়াত কলম) ১৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন।
নির্বাচনকে ঘিরে ছিল চমৎকার শৃঙ্খলা ও উদ্দীপনা। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ায় নির্বাচনী বোর্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।
নবনির্বাচিত নেতাদের প্রতিশ্রুতি:
নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ এবং কার্যকর করতে অগ্রাধিকার দেবেন। সদস্যদের স্বার্থরক্ষা এবং পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে তারা কাজ করবেন।
ভোটারদের প্রত্যাশা:
ভোটাররা নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখে বলেছেন, সংগঠনের উন্নয়ন এবং পরিবহন খাতে ন্যায্যতা নিশ্চিত করতে নতুন কমিটি তাদের অঙ্গীকার রক্ষা করবে।
এই নির্বাচনটি খুলনা জেলা বাস-মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির ভবিষ্যৎ কার্যক্রমের জন্য একটি নতুন দিক উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।