অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের ফকিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।এ ঘটনায় গত শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন, উপজেলার পিলজংগ গ্রামের ইউনুস আকনের ছেলে মো. এমদাদুল আকন (৩২), তিনি বর্তমানে খুলনার লবনচরায় বাসা ভাড়া করে থাকেন। এছাড়া বাগেরহাট সদর উপজেলার মৃত খোকন শেখের ছেলে রবিউল শেখ (২৮), খুলনার লবণচরা এলাকার বাবর আলী গাজীর ছেলে নাজমুল হোসেন বাপ্পী (২২), রূপসা উপজেলার রামনগর এলাকার ইসাহাক শেখের ছেলে শহীদুল শেখ (৪০) ও একই এলাকার আবু তালেব শেখের ছেলে মাসুদ শেখ (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ফকিরহাট উপজেলার লখপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে খুলনা-মোংলা মহাসড়কের পাশে একদল ডাকাত পিকআপ’সহ অবস্থান নেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ সদস্যরা তাদের পিছু নিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাদের পিকআপ ভ্যানটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বার্মিজ চাকু, চাপাতি, হাইড্রোলিক কাটার, বড় ছুড়ি, সাবল ইত্যাদি জব্দ করা হয়।
ফকিরহাট মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ আশিক রেজা জানান, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতির মামলা রয়েছে। ঘটনার সময় ডাকাত দলটি লখপুর এলাকায় ডাকাতির জন্য প্রস্তুত হচ্ছিল বলে পুলিশের কাছে তারা স্বীকার করেছে। এ ব্যাপারে গ্রেফতার পাঁচজনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম আলমগীর কবির বলেন,‘আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।