বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটে আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। আজ সোমবার (৩ ফেরুয়ারি) সকালে বাগেরহাট শহরের কেবি বাজার এলাকা থেকে ১২০ কেজি ওজনের এই মাছ দুটি জব্দ করে বনরক্ষিরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ কাজী নুরুল করীম জানান, বাগেরহাট শহরের কেবি বাজারে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সেখানে অভিযানে যায়।
এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। এসময় ১২০ কেজি ওজনের আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়। পরে জব্দ কৃত শাপলাপাতা মাছ দুটি কেরোসিন দিয়ে মাটির নিচে পুতে ফেলা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।