মোঃফয়সাল হোসেন, কয়রা প্রতিনিধি|| খুলনার কয়রা উপজেলার আমাদি এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কয়রা থানা পুলিশ। ৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় পুলিশের বিশেষ অভিযানে আমাদি কালি বাড়ি মন্দিরের সামনে থেকে ওসমান আলী সানা (পিতা: মৃত ওয়াহেদ আলী সানা, গ্রাম: আমাদি, থানা: কয়রা, জেলা: খুলনা)-কে হাতেনাতেগ ৪০০ গাজা সহ গ্রেফতার করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হকের তত্ত্বাবধানে, এসআই রাজেত ও এস আই নাসির ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে দ্রুত আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি।
কয়রা থানার মাদকবিরোধী কঠোর অবস্থান এর প্রমাণ, এই সফল অভিযান।স্থানীয় জনগণ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মাদকবিরোধী এমন অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।