আলমগীর, নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিএনপির একাংশ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন লোহাগড়া কলেজের সাবেক জিএস মো. সাচ্চু মিয়া এবং সঞ্চালনা করেন ইন্জিনিয়ার তাইবুল হাসান। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবির চন্দন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো.শাহিনুর রহমান বিপ্লব, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খান মো. মাহমুদ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. খোকন সরদার, গোলাম রসুল, মো. মিজানুর রহমান, মো. ইউসুব আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির যে কমিটি গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক। সংবাদ সম্মেলনের সভাপতি মো. সাচ্চু মিয়া লিখিত বক্তব্য পাঠ করে বলেন, “কমিটির নেতারা টাকার বিনিময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতদের অন্তর্ভুক্ত করেছেন। অথচ বিএনপির ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত ও জেল-হাজত খাটা নেতাদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “নিয়মতান্ত্রিকভাবে কমিটি পুনর্গঠন না করা হলে আমরা এই কমিটি মানি না। সংশোধন না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ ও আন্দোলন চলবে।লোহাগড়া উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সম্পাদকগন অশিক্ষিত মুর্খ তাদের কাছ থেকে গ্রহণযোগ্য কমিটি আশা করা যায় না। টাকার বিনিময়ে গঠিত এ কমিটি আমরা ঘৃণা ভরে প্রত্যাখান করছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।