এস এম তাজুল হাসান সাদ :স্টাফ রিপোর্টার|| স্কুলে গিয়ে বমি ও মাথা যন্ত্রনায় কাতর হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রি ক্যাডেট স্কুলের শিশু শিক্ষার্থী রাফি (৮)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়নগর প্রি ক্যাডেট স্কুলের ১ম শ্রেণির ছাত্র। প্রধান শিক্ষক আব্দুল ওহাব জানান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়টির শিক্ষিকা তাজুন নাহারের প্রাইভেট কোচিং এর ক্লাস চলাকালিন সময় শিক্ষার্থী রাফি মাথা যন্ত্রণা ও পেটে ব্যাথায় অসুস্থ হয়ে পড়ে, সাথে সাথে তাকে অফিস কক্ষে নিয়ে আসলে বমি ও মাথা যন্ত্রনায় কাতর হয়ে সে অজ্ঞান হয়ে যায়। তাৎক্ষণিক পাশ্ববর্তী পল্লী চিকিৎসক এর কাছে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি দেখে দ্রুত শ্যামনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ইসিজি শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
শিশু শিক্ষার্থী রাফি খুলনার কয়রা উপজেলার আনিসুর রহমান এর পুত্র। শিশুটির মা বে-সরকারী সংস্থা ব্র্যাক এ চাকরির সুবাদে শ্যামনগর উপজেলার কাশিমাড়িতে থাকে এবং শিশু রাফি তার মায়ের সাথে থাকতো। শিশু শিক্ষার্থীর আকষ্মিক মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীদের মধ্য শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।