ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি|| গল্পের শুরুটা আশির দশকে, একজন যুবক তার পৈতৃক ফসলের ক্ষেতে কাজ করছে। এমন সময় আরেকজন লোক রজনীগন্ধা ফুল হাতে করে নিয়ে যাচ্ছে। যুবকটি কৌতুহলী হয়ে ঐ ব্যক্তির কাছে ফুল এবং ফুলের চাষ সম্পর্কে জেনে নিয়ে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বীজ নিয়ে এসে এক বিঘা জমিতে রজনীগন্ধার চাষ শুরু করলেন।
এভাবেই শুরু। তারপর অনেক ইতিহাস হয়ে গিয়েছে। বাংলাদেশের ফুলের রাজধানীর খ্যাতি লাভ করেছে গদখালি, পানিসারা এলাকা। সেদিনের সেই যুবকটি হলেন মোঃ শের আলী সরদার (৭৫)।
যার হাত ধরে বাংলাদেশে ফুল চাষের বিপ্লব শুরু হয়েছিল। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামের মৃত রহমান সরদারের ছেলে। ১৯৫০ সালে জন্ম নেওয়া শের আলী সরদার পানিসারা ইউনিয়নের কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তারপর পিতার পেশা চাষাবাদের কাজ শুরু করেন। ফুল চাষের জন্য তিনি পৃথিবীর ১৭ টা দেশ ভ্রমণ করে নিজেকে সমৃদ্ধ করেছেন।
সেই অভিজ্ঞতা দেশে কাজে লাগিয়ে গদখালির ফুল সেক্টরকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।
দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শের আলী সরদার বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১২ ফেব্রুয়ারী) ফজরের ওয়াক্তে আনুমানিক ভোর ৫টা ৪৫ মিনিটে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। মরহুম শের আলী সরদারের ১ম জানাজার নামাজ যোহরের নামাজর পর পানিসারায় তার নিজ বাড়িতে এবং ২য় জানাজার নামাজ আসরের নামাজের পর পানিসারা ফুল মোড়ে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।