ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || বিদায় নিয়েছে শীতের রুক্ষতা। স্তব্ধতা ভেঙে এসে গেছে বসন্ত। প্রকৃতিতে সাজ সাজ রব। শীতের জীর্ণতা ভেঙে গাছে গাছে উঁকি দিচ্ছে নতুন পাতা। ফুটেছে আমের মুকুল। বাতাসে ফুলের মিষ্টি ঘ্রাণ। নতুনের কলরব চারিদিকে। প্রকৃতি পূর্ণ আজ অবারিত আনন্দে।
কেবল প্রকৃতিতেই নয় মানুষের হৃদয়েও নতুনের ছোঁয়া। কারণ মুগ্ধ হৃদয় ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় আরো আকুল, আরো আপ্রাণ হয়ে ওঠে।
কাল পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। এদিনকে স্বাগত জানাতে নানা উদ্যোগ, নানা আয়োজন সাংস্কৃতিক অঙ্গনে। গ্রামীণ মেলা, সার্কাস ও অন্যান্য ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে বরণ করে নেয়া হয় বসন্তকে।
বাংলাদেশে বসন্ত ঋতুটি ‘ঋতুরাজ বসন্ত’ নামে পরিচিত। এর অর্থ সকল ঋতুর রাজা। এটি বাংলা মাস ফাল্গুন ও চৈত্র নিয়ে গঠিত। বাংলা ক্যালেন্ডারের শেষ ঋতু বসন্ত।
চলতি বছর পহেলা ফাল্গুন এবং পবিত্র শব-ই-বরাত (মুসলিমদের একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান),এবং বিশ্ব ভালোবাসা দিবস, একইসঙ্গে হওয়ায় নগরীতে উৎসবটির আমেজ ভিন্নভাবে পালিত হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।