ইমরুল ইসলাম ইমম, খুলনা প্রতিনিধি||আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৯:৩০ টায় খুলনা সাইকেলিং কমিউনিটির উদ্যোগে সুন্দরবন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। “বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় প্রায় ৮০-৯০ জন সাইক্লিস্ট অংশ নেন।
শোভাযাত্রাটি খুলনার শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে রয়েল মোড়, পিটিআই মোড়, আহসান আহমেদ রোড, বাংলাদেশ ব্যাংকের পেছন দিয়ে পিকচার প্যালেস মোড় হয়ে খুলনা প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, এই কর্মসূচির উদ্দেশ্য ছিল সুন্দরবন রক্ষায় জনসচেতনতা তৈরি করা এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বার্তা পৌঁছে দেওয়া। অংশগ্রহণকারীরা পোস্টার ও ব্যানার নিয়ে সাইকেল চালিয়ে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সুন্দরবন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ বনভূমি, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। তবে প্লাস্টিক দূষণসহ নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখে এটি হুমকির সম্মুখীন।
এ ধরনের উদ্যোগ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুন্দরবন সংরক্ষণে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।