মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি //যশোরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আসার পথে বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকে থাকা ৮ যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার(১৪মে) বিকাল দিকে শংকরপুর মায়া পাম্পের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন,হাটবিলা গ্রামের মাসুদ মোল্লা (৩৫),জিয়ারুল মোল্লা(৫০),এনামুল(২৩),তরিকুল(৩৫),আব্দুল কাদের(৫০),আবু হুরাইয়া(৩০),জিয়ারুল ইসলাম (১৮) ও ইজিবাইক চালক মিলন।
আহতদের সকলে বাড়ি নরেন্দ্রপুরের হাটবিলা ও শাখারগাতী গ্রামে।আহতরা জানায়, তারা ইজিবাইক যোগে শহরে বিএনপির বিক্ষোভ সমাবেশে আসছিলেন। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে মায়া পাম্পের সামনে পৌছালে বিপরীতমুখী একটি বাস ইজিবাইকে ধাক্কা দেয় । এতে ইজিবাইকে থাকা ৮ জনই আহত হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এদিকে খবর পাওয়া মাত্র খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালে এসে আহতদের খবর নেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।