ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি|| আজ ২০ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এর সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অত:পর সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়ে পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সেগুলো পূরণে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। এরপর বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে ১২ জন পুলিশ সদস্য অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। একইসাথে তাদের অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। সভায় খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম ডায়াবেটিস প্রতিরোধের উপায় সম্পর্কে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। সুস্বাস্থ্যের জন্য শীতকালীন শাকসবজি ও ফল-মূল খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোকপাত করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, আমাদের সকল পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্সকে অবশ্যই ডিসিপ্লিন মেনে চলতে হবে। কেএমপির কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা এবং নৈতিক স্খলনের অভিযোগে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইনচার্জ ব্যতীত ডিউটি পোস্টে পুলিশ সদস্যদের স্মার্ট মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশনা প্রদান করেন। পুলিশ সদস্যদের নিজ নিজ ধর্ম চর্চা এবং পরিবারের সকল সদস্যদের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান। পুলিশ লাইন্স ব্যারাক, থানা, ফাঁড়ি কম্পাউন্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহবান জানান।
কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।