পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর|| যশোরের কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়ায় ৪ দিন ব্যাপী ১৩তম বইমেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন আজাদ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী-২৫) রাতে বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি ফিতা কেটে ও শান্তির পায়রা উড়িয়ে ওই মেলার শুভ উদ্বোধন করেন।
৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের প্রধান উপদেষ্টা মকবুল হোসেন মুকুল-এর সভাপতিত্বে এবং মাসুদুজ্জামান মাসুদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের সভাপতি, ৭নং পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পাঁজিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৭নং পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাশেম ও মাওলানা শহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান।
বইমেলায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থী রোহিতা কুণ্ডু, ফারদিন ফাহাদ, আনিসা তাবাছুম, রূপা পাইন, পূর্ণিমা মন্ডল ও অরিন দত্তের মাঝে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল হোসেন আজাদ। এর পর চুয়াডাঙ্গা- কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার ঘোষ তার নিজের লেখা ‘কবিতা তোমার জন্য’ বই অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিকে উপহার দেন। প্রধান অতিথি বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
শুক্রবার আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আব্দুস সাত্তার ও মাহামুদুল হাসানের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন, হৃদয় রায়, সবুজ শাহরিয়ার, এণ্ডো জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, আজিজুর রহমান নয়ন ও খলিলুর রহমান। অতিথি শিল্পী ছিলেন, যশোরের জ্যোতি ও ঢাকার কেয়া।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।